নির্বাচনী বিতর্কে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে ডাগ ফোর্ড প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আক্রমণের সম্মুখীন

নির্বাচনী বিতর্কে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে প্রোগ্রেসিভ কনজারভেটিভ দলের নেতা ডাগ ফোর্ড সোমবার তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের আক্রমণের সম্মুখীন হয়েছেন। একমাত্র এই টেলিভিশন বিতর্কে সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। গ্রিন পার্টির নেতা মাইক শ্রেইনার বলেন, স্বাস্থ্যখাতে নার্সদের হিরো বলা হলেও তাদের অতিরিক্ত কাজের চাপ দেয়া হয়েছে এবং বেতন কমিয়ে দেয়া হয়েছে, যা অসম্মানজনক। এ প্রসঙ্গে ফোর্ড বলেন, সরকার পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারদের মজুরি প্রতি ঘণ্টায় তিন ডলার বৃদ্ধি করেছে এবং নার্সদের কাজ ছেড়ে না দেয়ার জন্য ৫ হাজার ডলার বেতনের অতিরিক্ত বোনাস দিয়েছে। এছাড়া তিনি আরও বলেন, এই প্রদেশের প্রতিটি অঞ্চলে একটি করে নতুন হাসপাতাল হচ্ছে এবং প্রায় প্রতিটি অঞ্চলে ৫০ টি প্রকল্প চলমান রয়েছে। এনডিপি নেতা অ্যান্ড্রিয়া হরওয়াথ বলেন, ডাগ ফোর্ড আমাদের পাবলিক শিক্ষা ব্যবস্থায় কাটতি এবং বিশৃঙ্খলা এনেছেন। এ প্রসঙ্গে লিবারেল নেতা স্টিভেন ডেল ডুকা বলেন, পাবলিক শিক্ষার বিষয়ে ফোর্ডের নীতি প্রদেশকে ব্যর্থ করেছে। ৯০ মিনিটের এই বিতর্ক প্রসঙ্গে কুইন্স ইউনিভার্সিটির রাজনৈতিক অধ্যয়নের শিক্ষক টিম আব্রে বলেন, এই বিতর্কে ফোর্ড সফলভাবে প্রতিরক্ষামূলক বক্তব্য প্রদান করেছেন।