
মারিওপোলের স্টিলমিল থেকে সোমবার ২৬০ জনেরও বেশি যোদ্ধাকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। বন্দর নগরী মারিওপোলে ইউক্রেনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আজভস্টল স্টিল মিলের ভেতরে থাকা সেনা সদস্যরা রাশিয়ান বাহিনীকে দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের বেঁচে থাকার জন্য ইউক্রেনের বীরদের দরকার এবং এটা আমাদের নীতি। যোদ্ধাদের সরিয়ে নেয়া প্রসঙ্গে উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, ৫৩ জন গুরুতর আহত যোদ্ধাকে মারিওপোলের পূর্বে নোভোয়াজভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২১১ জন যোদ্ধাকে একটি মানবিক করিডোরের মাধ্যমে মস্কো নিয়ন্ত্রিত একটি জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, সৈন্যদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে তবে এর জন্য সময়ের প্রয়োজন। এদিকে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে মঙ্গলবার ভোরে আটটি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।