কানাডা
কানাডা ডে ঘিরে বিক্ষোভে আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে অটোয়া পুলিশ’ নির্বিঘ্নে আনন্দ করার আহবান পুলিশের

কানাডা ডে ঘিরে বিক্ষোভে আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে অটোয়া পুলিশ। এছাড়া মেয়র জিন ওয়াটসন জানিয়েছেন, নিরাপদে দিনটি উদযাপনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে আরসিএমপি, অটোয়া পুলিশ এবং পুলিশ দা গাটিনিউ। সম্প্রতিকালের ফ্রিডম কনভয়ের পর বেশকয়েকটি বড় বিক্ষোভের মুখোমুখি হয়েছে অটোয়া। কানাডা ডে’তে বড় আয়োজনে উপস্থিত থাকবেন হাজারো মানুষ। এমন অবস্থায় সুযোগ নিতে পারে অনেকেই। আগামী পহেলা জুলাই কানাডা দিবস পালন করতে প্রস্তুতি নিচ্ছেন সবাই। তাদেরকে নির্বিঘ্নে আনন্দ করার আহবান জানিয়েছে অটোয়া পুলিশ।