
ইউক্রেনের ক্রেমিনচুক শহরের শপিংমলে রুশ মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে। আগ্রাসনে আহত অর্ধ-শতাধিক। এখনো নিখোঁজ অনেকে।প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, কমপক্ষে হাজারের বেশি মানুষ ছিলেন শপিংমলে। বেসামরিকদের ওপর চালানো হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন জি- সেভেন জোটের নেতারা। তারা বলছেন, নিরাপরাধ মানুষদের ওপর হামলা অগ্রহণযোগ্য এবং মানবতা বিরোধী অপরাধ। নিন্দা জানিয়েছে জাতিসংঘও। ইউক্রেনের জরুরি বিভাগ বলছে, মিসাইল ছোঁড়ার পর মুহূর্তেই গোটা শপিংমলে ছড়ায় আগুন। দগ্ধ হয়েই মারা গেছেন বেশির ভাগ মানুষ। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপেও সম্মত হয়েছে জি সেভেন।