কানাডাযুক্তরাষ্ট্র
টেক্সাসে একটি লরি থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরি থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সান আন্তোনিও’র রেল লাইনের পাশে লরিটির সন্ধান মেলে।এসময় ভেতর থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ছে । তবে চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। প্রশাসনের ধারণা অবৈধ পথে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা। পরে অভিবাসী বোঝাই লরিটি রেখে পালিয়েছে চালক। তবে এসব ভুক্তভোগিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। স্থানীয় গভর্নর এই ঘটনার জন্য, জো বাইডেনের সীমান্ত নীতি শিথিলকে দায়ী করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, গেলো বছর মেক্সিকো হয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটক হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ।