কানাডা

অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিলেন ট্রুডো

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় গতকাল শুক্রবার অটোয়ায় করোনার টিকা নেন তিনি। এ সময় জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।

টিকা নেওয়ার পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রুডো বলেন, ‘করোনার টিকা নিতে পেরে আমি খুবই উৎফুল্ল।’ এ সময় তিনি ক্যামেরার সামনে ‘থাম্বস আপ’ চিহ্ন দেখান। পরে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জাস্টিন ট্রুডো। এসব ছবিতে টিকা নেওয়ার সময় ট্রুডোর পাশে তাঁর স্ত্রী সোফিকে হাত ধরে থাকতে দেখা যায়। গত বছর মহামারি শুরুর দিকে সোফি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এদিকে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমিয়ে এনেছে কানাডা। গতকাল এক বিবৃতিতে কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনিজেশন (এনএসিআই) জানিয়েছে, ৩০ বছরের বেশি বয়সীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন। আগে এ বয়সসীমা ছিল ৫৫ বছরের ঊর্ধ্বে। এরপরই ৪৯ বছরের জাস্টিন ট্রুডো ও ৪৬ বছরের সোফি করোনার টিকা নিয়েছেন।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button