আফ্রিকা

কেনিয়া নিষিদ্ধ করছে পুলিশ-পুলিশে প্রেম

পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম নিষিদ্ধ করছে কেনিয়া সরকার। কর্মকর্তাদের মধ্য অপরাধপ্রবণতা কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং।

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার একটি পুলিশ কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

ফ্রেড ম্যাটিয়াং বলেন, সামরিক বাহিনীর মধ্যেও বিভিন্ন পদবির কর্মকর্তাদের মধ্যে প্রেম আগেই নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক মাসে পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্বামী বা স্ত্রীকে হত্যার ঘটনা বেড়ে গেছে।

এ ছাড়া নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে। জেন্ডার রিলেশনস অফিস সেগুলো খতিয়ে দেখবে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিদ্ধান্ত অনুমোদন হলে একজন পুলিশ কর্মকর্তা তাঁর অধীন কারও সঙ্গে প্রেম বা বিয়ে করতে পারবেন না। দুই পুলিশ কর্মকর্তার মধ্যে প্রেমের সম্পর্ক হলে তাঁদের একজনকে চাকরি ছাড়তে হবে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button