
বিনা মূল্যে দিলেও টিকা নিতে চান না বলে জানিয়েছিলেন বিশ্বের ১৩০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ। গত বছর গ্যালাপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় আজ সোমবার প্রকাশিত গ্যালাপের জরিপে এ খবর জানা গেছে। খবর সিএনএনের।
গত বছর ১১৭টি দেশের তিন লাখের বেশি মানুষের ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা যায়, বিনা মূল্যে দিতে চাইলে বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের ৬৮ শতাংশ টিকা নেবেন। জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ বলেছেন, তাঁরা টিকা নেবেন না। আর বাকি ৩ শতাংশ বলেছেন, তাঁরা কী করবেন, তা জানেন না।গ্যালাপের জরিপটি ছিল গত বছর চালানো অন্যতম বড় জরিপ। তবে ২০২১ সালের প্রথম কয়েক মাসে বিভিন্ন দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরুর পরে মানুষের মনোভাব কতটা বদলেছে, তা জানায়নি গ্যালাপ। এ নিয়ে গবেষণার প্রস্তাবও দিয়েছে গ্যালাপ।উদাহরণ হিসেবে বলা যায়, জরিপ পরিচালনার সময় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা নেওয়ার হার ছিল ৫৩ শতাংশ। তবে ২০২১ সালের মার্চ মাসে অভ্যন্তরীণ পর্যায়ে পরিচালিত গ্যালাপের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদিত টিকা তাঁরা নেবেন।দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের মানুষ অবশ্য গত বছরই টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখান। উদাহরণস্বরূপ, মিয়ানমারে ৯৬ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী। থাইল্যান্ডে ৮৫ শতাংশ, নেপালে ৮৭ শতাংশ, লাওস ও কম্বোডিয়ায় ৮৪ শতাংশ মানুষ টিকা নিতে চান।
তবে ইউরোপের পূর্বাঞ্চল ও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত বেশ কয়েকটি দেশের মানুষের টিকা নেওয়ার আগ্রহ কম। কাজাখস্তানে মাত্র ২৫ শতাংশ মানুষ টিকা নিতে চান। হাঙ্গেরিতে ৩০ শতাংশ, বুলগেরিয়ায় ৩৩ শতাংশ ও রাশিয়ায় ৩৭ শতাংশ মানুষ টিকা নিতে চান।