কোভিড-১৯চীন

চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনার টিকাগুলোর মধ্যে এটাই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সায় পেল।এর আগপর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।তবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ চীনের উদ্ভাবিত করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে চীনসহ আরও ৪৫টি দেশের লাখ লাখ মানুষকে চীনের টিকা দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কয়েক দিন আগে বাংলাদেশেও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যে চীন সরকারের উপহার হিসেবে এই টিকার পাঁচ লাখ ডোজ বাংলাদেশে আসছে।

এ ছাড়া চীনা কোম্পানি সিনোভ্যাকের করোনার টিকার বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button