
সিরিয়ার উত্তরে কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার রাকা, হাসাকেহ ও আলেপ্প প্রদেশে ২৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে তুর্কি বাহিনী। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। হামলার বিষয়ে তুরস্ক দাবি করেছে, ওই অঞ্চলে কুর্দি সশস্ত্র যোদ্ধারা সক্রিয় ছিল।