
রাশিয়ানিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। গোলাবর্ষণের ঘটনায় একে অন্যকে অভিযুক্ত করেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতে রাশিয়ার ব্যাপক হামলার পরও বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।