
ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে পরাজিত করেছে ইকুয়েডর। প্রথমে পেনাল্টি পেয়ে কাজে লাগিয়েছেন এনার ভ্যালেন্সিয়া। পরে ম্যাচের ৩১ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়েছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে স্বাগতিক কাতার শুরু থেকে ছন্নছাড়া খেলেছে, বিশ্বকাপের মতো বড় আসরের চাপ নিতে পারেনি দলটি।