
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ খেরসন থেকে সেনা প্রত্যাহারের মতো অপমানজনক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন রাশিয়ার শীর্ষস্থানীয় যুদ্ধবাজ কর্মকর্তারা। তবে এই সিদ্ধান্তের পক্ষ নেওয়া ইউক্রেনের রুশ সেনাদের কমান্ডার এখন রয়েছেন চাপে, তাকে প্রমাণ করতে হবে খেরসন থেকে পিছু হটা রাশিয়ার জন্য উপযুক্ত ছিল। ৯ নভেম্বর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের সুপারিশ করেন রুশ জেনারেল সুরোভিকিন । চেচনিয়া ও সিরিয়ায় যুদ্ধ করা সুরোভিকিন পদক পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে। প্রত্যাহারের পক্ষে যুক্তি তুলে ধরার দুই দিন পর খেরসন শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয়। সেখানকার প্রায় ৩০ হাজার রুশ সেনাদের যুদ্ধেক্ষেত্রে অন্যত্র মোতায়েন করা হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।