যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থী হওয়ার বিষয়ে তিনি ঘোষণা দিবেন ২০২৩ সালে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশিতে পা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বয়স ৮০ হলো। এমন পরিস্থিতে জন্মদিনের থেকেও আলোচনার জন্য অধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থী হওয়া না হওয়ার বিষয়টি। গেল ৯ নভেম্বর হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন কি না, তা ২০২৩ সালে চূড়ান্ত করবেন। এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে- বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় দেখতে চান না অধিকাংশ মার্কিন নাগরিক। এদিকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।