
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ভরাডুবি আর প্রধান বিরোধীদল আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সবচেয়ে বেশি আসনে জিতলেও সরকার গঠনের মত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। ফলে মালয়েশিয়া ইতিহাসে প্রথমবারের মত ঝুলন্ত পার্লামেন্ট দেখছে। গেল শনিবার দেশটির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগের জনমত জরিপগুলোতে আনোয়ার ইব্রাহিমের দলের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের বারিসান জোটের এতটা ভরাডুবির আভাস পাওয়া যায়নি। বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল। এবারের নির্বাচনে বড় চমক হয়ে এসেছে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের দল পারিকাতান ন্যাশনাল। ঝুলন্ত পার্লামেন্টের কারণে নতুন সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা অবসানে মালয়েশিয়ার রাজা মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।