
জাপানে এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয় মন্ত্রীর পদত্যাগে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গেল রোববার জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু তেরাদা পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী কিশিদা স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন বলে গণমাধ্যমে খবর বেরোনোর পর তিনি পদত্যাগ করলেন। এছাড়া চলতি মাসেই পদত্যাগ করেন জাপানের আইনমন্ত্রী ইয়াশুহিরো আনাশি এবং গেল ২৪ অক্টোবরে পদত্যাগ করেন অর্থনীতি পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী দাইশিরো ইয়ামাগিওয়া। ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইয়ামাগিওয়া পদত্যাগ করেছিলেন এবং মৃত্যুদণ্ড নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে আইনমন্ত্রী আনাশি পদত্যাগ করেন। আর তহবিল সংক্রান্ত কয়েকটি কেলেঙ্কারিতে সমালোচনার মুখে এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তেরাদা।