ইউরোপচীনবিশ্ব

চীনে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে ২৭ বছর মেয়াদী চুক্তি করেছে কাতার

চীনা প্রেট্রোলিয়াম শোধনকারী প্রতিষ্ঠান ‘সিনোপেক’ এর সঙ্গে তরল প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত চুক্তি করেছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’। ২৭ বছর মেয়াদী এ চুক্তির আওতায় চীনকে ৪০ লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কাতার কর্তৃপক্ষ। কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কাতার এনার্জির এ চুক্তি নর্থ ফিল্ড ইস্ট গ্যাসক্ষেত্রের জন্য একটি মাইলস্টোন। কোম্পানিটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় একক বাণিজ্যিক চুক্তি। এ ধরনের দীর্ঘমেয়াদী চুক্তিগুলো ক্রেতা- বিক্রেতা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়া, ইউরোপের যেসব ক্রেতারা তরল গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ চান, তাদের সঙ্গেও কাতারের আলোচনা চলছে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button