
চীনা প্রেট্রোলিয়াম শোধনকারী প্রতিষ্ঠান ‘সিনোপেক’ এর সঙ্গে তরল প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত চুক্তি করেছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’। ২৭ বছর মেয়াদী এ চুক্তির আওতায় চীনকে ৪০ লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কাতার কর্তৃপক্ষ। কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, কাতার এনার্জির এ চুক্তি নর্থ ফিল্ড ইস্ট গ্যাসক্ষেত্রের জন্য একটি মাইলস্টোন। কোম্পানিটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় একক বাণিজ্যিক চুক্তি। এ ধরনের দীর্ঘমেয়াদী চুক্তিগুলো ক্রেতা- বিক্রেতা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এছাড়া, ইউরোপের যেসব ক্রেতারা তরল গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ চান, তাদের সঙ্গেও কাতারের আলোচনা চলছে।