
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনের বেশি। আহত ব্যক্তিদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন। দেশটির মূল দ্বীপ জাভায় সোমবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী জাকার্তায়ও এই কম্পন অনুভূত হয়।