
নিউজিল্যান্ডে ভোটাধিকারের সর্বনিম্ন বয়স ১৬ করতে যাচ্ছে সরকার। বর্তমানে দেশটিতে ১৮ বছর হলে একজন নাগরিক ভোট দিতে পারেন। কিন্তু প্রচলিত নিয়মে তরুণেরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে একটি রুল দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তবে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে এ আইন পাস করা কঠিন হতে পারে। বর্তমানে ব্রাজিলসহ গুটিকয়েক দেশে ১৬ বছরে ভোটাধিকার সুবিধা আছে।