ইউরোপএশিয়াবিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বেড়েই মৃতের সংখ্যা, আড়াইশ’র বেশি মরদেহ উদ্ধার

ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। কেন্দ্র সিয়ানজুরের আশপাশে বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে বেড়েছে দুর্ভোগ-প্রাণহানি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধারের আশায়, লড়ছেন জরুরি বিভাগের কর্মীরা। সোমবারের দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে। এখনো নিখোঁজ দেড় শতাধিক। এ পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ভূমিধসও হয়েছে বিভিন্ন স্থানে। বিধ্বস্ত হয়েছে প্রায় আড়াই হাজার ঘরবাড়ি। যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। প্রত্যন্ত অনেক জায়গায় এখনও যেতে পারেনি উদ্ধারকারীরা।প্রায বিদ্যুৎহীন জাভা দ্বীপ। হাসপাতালগুলোয় অন্ধকার পার্কিং লটেও চলছে জরুরি চিকিৎসা। বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে অন্তত ৩ দিন লাগতে পারে।এরইমধ্যে চলছে জরুরি বিভাগের সর্বাত্মক অভিযান। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল দ্বীপ জাভার হাজার হাজার বাসিন্দার ঠাঁই এখন খোলা আকাশের নিচে।সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপটি। মাত্রা কম থাকলেও, উৎপত্তিস্থলের গভীরতা কম হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি বলে জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGC।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button