ইউরোপএশিয়াবিশ্বযুক্তরাষ্ট্র
ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সীমান্তে কানাডার জন্য হুমকি হয়ে উঠেছে রাশিয়া

ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সীমান্তে কানাডার জন্য হুমকি হয়ে উঠেছে রাশিয়া। শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যালান পেলিটিয়ার জানান, আর্কটিক অঞ্চলে উচ্চক্ষমতা সম্পন্ন সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে রাশিয়া। যার লক্ষ্য যেকোনো সময় কানাডা এবং যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করা। এরইমধ্যে একাধিকবার এসব বিমান উত্তর আমেরিকার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানানো হয়।