ইউরোপএশিয়াবিশ্ব

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট আটকে দিল যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট

যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে প্রস্তাবিত একটি গণভোট আটকে দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের বিচারকরা এক নির্দেশনায় বলেন, যুক্তরাজ্য থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্কটল্যান্ড সরকার একপাক্ষিকভাবে গণভোট আয়োজন করতে পারবে না। স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা ও ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোটের আয়োজন করার আগ্রহের কথা জানান। যুক্তরাজ্য সরকারের অনুমোদন ছাড়া স্কটল্যান্ডের পার্লামেন্ট এ ধরনের গণভোটের আয়োজন করতে পারে কিনা, সে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আদালতের শরণাপন্ন হয় স্কটল্যান্ড।
আদালতের রায়ে বলা হয়, ‘আইনসম্মতভাবে অনুষ্ঠিত গণভোট ব্রিটিশ ইউনিয়ন ও যুক্তরাজ্যের পার্লামেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব রাখবে। সর্বোচ্চ আদালতের এ রায় মেনে নিয়েছেন এসএনপি নেতা স্টার্জন। তিনি বলেন, যে আইন স্কটল্যান্ডকে ওয়েস্টমিনস্টারের সম্মতি ব্যতীত নিজেদের ভবিষ্যত বেছে নেয়ার অনুমতি দেয় না তা স্বেচ্ছাসেবী অংশীদারিত্ব হিসাবে যুক্তরাজ্যের ধারণাকে মিথ হিসেবে প্রকাশ করে। ২০১৪ সালে সবশেষ গণভোটের সময় দুই সরকার সমঝোতায় পৌঁছেছিল। সেবারের গণভোটে স্কটল্যান্ডের ৫৫ শতাংশ মানুষ যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে ভোট দেন। বাকি ৪৫ শতাংশ স্বাধীনতার পক্ষে ভোট দেন।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button