
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোতে অব্যাহত রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অঞ্চলটি। ক্ষেপণাস্ত্র হামলা না হলেও প্রতিবেশী মলদোভাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের জ্বালানি উত্তোলন কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা থেতে বাঁচতে সাধারণ জনগণকে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছেন লভিভের মেয়র আন্দ্রি সাডোভি। ক্রমাগত হামলার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পশ্চিমাঞ্চলের লভিভ। বলেন, শিশুদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এই হামলা শেষ না হওয়া পর্যন্ত অভিভাবকদের তাদের বের না করতে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, ইউক্রেনের ওপর ফেলা প্রতিটি বোমার বিস্ফোরণে মলদোভা ও আমাদের জনগণ এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংসাত্মক এ যুদ্ধ এখনই বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। এর আগে ইউক্রেনের ওপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১৫ নভেম্বর মলদোভার বেশিরভাগ অংশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিল। সেসময় ইউক্রেনে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যার ফলে বিদ্যুৎ এবং গ্যাস অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।