
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই শীতে জ্বালানির অবকাঠামোতে আঘাত হানতে শীতের ঠান্ডাকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ফ্রান্সের মেয়রদের সংগঠন, মেয়র অ্যাসোসিয়েশন অব ফ্রান্সের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই শীতে বাঁচতে এবং রাশিয়ার শীতকে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে অনেক কিছুর প্রয়োজন। তিনি ইউক্রেনের জরুরি পরিষেবা এবং চিকিৎসকদের জন্য জেনারেটর, মাইন অপসারণের জন্য সহায়তা এবং সরঞ্জাম পাঠানোর জন্য ফ্রান্সের মেয়র অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জানিয়ে বলে, ইউক্রেনের লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। মস্কো ইচ্ছাকৃতভাবে শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সারা দেশে লাখ লাখ বাড়িঘর বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে তুষারে ঢেকে গেছে রাজধানী কিয়েভসহ বহু অঞ্চল। ডব্লিউএইচওর আশঙ্কা, শীতে বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকটে হুমকির মুখে পড়তে পারেন লাখ লাখ ইউক্রেনীয়। এমনকি নিরাপত্তা ও উষ্ণতার খোঁজে অন্তত ৩০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে পারেন।