
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে বোমা হামলায় কানাডার এক নাগরিক নিহত হয়েছেন। তার নাম আরিয়েহ শেকোপেক। তিনি ইসরায়েলেরও নাগরিক। কর্তৃপক্ষ জানায়, জেরুজালেম রেল স্টেশনের বাইরে ঘটে বিস্ফোরণ। একটি মোটর সাইকেলে বোমা রেখে তার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত কানাডার রাষ্ট্রদুত। হামলায় আহত হয়েছে অন্তত ২২ জন।