
দারুণ লড়াইয়ের পরও বিশ্বকাপের প্রথমপর্বে বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে কানাডা। বিরতির এক মিনিট আগে গোল করেন মিচি বাতশুয়াই। এরপর দ্বিতীয় হাফেও একের পর এক আক্রমণ করে যায় কানাডা। তবে ফিনিশারের সংকটের কারণে বেলজিয়ামের জালে গড়াতে পারেনি বল।শেষ পর্যন্ত অতিরিক্ত ৫ মিনিট দিলেও, বল মাঝ মাঠেই ঘোরাঘুরি করে।