
ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবারের দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩০০’র কাছাকাছি। আহত হাজারের বেশি। এখনও চলছে উদ্ধারকাজ।মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শনে যান প্রেসিডেন্ট জোকো উইদোদো। এসময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি। তবে, ভূমিধসের শঙ্কা এখনও কাটেনি। প্রথম দফা ভূমিকম্পের পর দু’দিনে আরও প্রায় দেড়শ’ আফটার শক অনুভূত হয়েছে অঞ্চলটিতে।