
আসাম-মেঘালয় সীমান্তে ফের ছড়িয়েছে উত্তেজনা। মঙ্গলবার, জৈন্তিয়া হিলস জেলায় গোলাগুলিতে বন বিভাগের কর্মচারীসহ প্রাণ হারিয়েছেন ৬ জন।ভারতীয় গণমাধ্যম জানায়, কাঠপাচারকে কেন্দ্র করে ঘটেছে হতাহতের এ ঘটনা। সকালের দিকে বেআইনিভাবে কাঠবহনকারী একটি ট্রাককে থামায় আসামের বনবিভাগ। সেসময় মেঘালয়ের গ্রাম থেকেও স্থানীয়রা এসে ঘেরাও করে তাদের। সেসময় গোলাগুলিতে ঘটে প্রাণহানির ঘটনা।