বিশ্বযুক্তরাষ্ট্র

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধির পথে ইরান

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার প্রতিবাদে তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ভূগর্ভস্থ পরমাণুকেন্দ্রে এই ইউরেনিয়াম সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। ফোরদো পরমাণুকেন্দ্রে চলছে ইউরেনিয়াম তৈরির কাজ। ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, বিদ্যুতের চাহিদা মেটাতে ২০ শতাংশের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে ইরানের। এর চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন নিষেধ। কিন্তু কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ এবং ইসরাইল মনে করে আসছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা। ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তিন দেশ সম্প্রতি ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করেছে। ইউরেনিয়াম শতকরা ৬০ ভাগ সমৃদ্ধির বিষয়টি ইরানের পক্ষ থেকে আইএইএ-র জন্য শক্তিশালী বার্তা। তবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। এ ছাড়া ইরান নাতাঞ্জ ও ফোরদো পরমাণু স্থাপনা দুটি খালি হলে নতুন সেন্টিফিউজ বসিয়েছে। ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করা হয়েছে, এগুলো হচ্ছে তার বিরুদ্ধে চূড়ান্ত জবাব।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button