অন্যান্যতথ্য প্রযুক্তিবিশ্ব

এবার ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এইচপির

আগামী তিন বছরের মধ্যে ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার নির্মাতা সংস্থা এইচপি। অর্থনৈতিক মন্দার কারণে ব্যয় কমাতে সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানানো হয়।টুইটার, মেটা, মাইক্রোসফট, আমাজন, গুগলের পর কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো এইচপি। বিবৃতিতে সংস্থাটির ত্রৈমাসিক আয়ের একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়। এতে বলা হয়, গত বছরে প্রতিষ্ঠানটির বিক্রয় ১১ শতাংশের বেশি কমে গেছে। আগামী ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানটির ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এর আগে এইচপি জানিয়েছিল, বিশ্বব্যাপী তাদের প্রায় ৫১ হাজার কর্মী রয়েছে। বিবৃতিতে এইচপির প্রেসিডেন্ট এবং সিইও এনরিক লরেস জানান, ভবিষ্যত প্রস্তুত রূপান্তর পরিকল্পনার ফলে আগামী তিন বছরে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি বার্ষিক সঞ্চয় হওয়া উচিত। যার পুনর্গঠনসহ প্রায় এক বিলিয়ন ডলার খরচ হবে। সেই এক বিলিয়ন ডলারের মধ্যে ৬০০ মিলিয়ন ডলার আসবে ২০২৩ আর্থিক বছরে। যা শেষ হবে আগামী বছর ৩১ অক্টোবর। বাকিগুলো ২০২৪ এবং ২০২৫ সালের আর্থিক বছরের মধ্যে সমানভাবে বিভক্ত হবে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button