বিশ্ব
চলমান সংঘাতের মাঝেও নিহত সেনাদের মরদেহ বিনিময় করছে মস্কো ও কিয়েভ

চলমান সংঘাতের মাঝেও নিহত সেনাদের মরদেহ বিনিময় করছে মস্কো ও কিয়েভ। এরইমধ্যে ৩৩ রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের নিহত সেনাদের মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মস্কো কর্তৃপক্ষ। কিয়েভে জানিয়েছে খুব শিগগিরই এসব সেনাসদস্যের মরদেহে পৌঁছাবে ইউক্রেনে। গেল ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দু’পক্ষেই প্রাণ যায় শত শত সেনার।