
পুলিশ কম্পাউন্ডে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা হয়েছে থাইল্যান্ডে। হামলায় মৃত্যু হয়েছে একজনের।আহত কমপক্ষে ২৯ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের পোশাকে এক ব্যক্তি চালায় হামলা। পুলিশ কার্যালয়ের ভেতরে বিস্ফোরক বোঝাই গাড়িটি পার্ক করে ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে হয় বিস্ফোরণ। হতাহতদের মধ্যে পুলিশ কর্মকর্তার পাশাপাশি বেসামরিকরাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।