ইউরোপখেলাফুটবলবিশ্ব

টানা দ্বিতীয় দিন অঘটন দেখলো ফুটবল বিশ্ব

টানা দ্বিতীয় দিন অঘটন দেখলো ফুটবল বিশ্ব। এবার এশিয়ার আরেক দল জাপানের কাছে ২-১ গোলে হেরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। রিতসু দোয়ান ও তাকুমা আসানো গোল করেন জাপানের হয়ে। ইলকায় গুন্দোগানের গোলে শুরুতে লিড নেয় জার্মানি।প্রথমার্ধের শেষ সময়ে অফসাইডে গোল বাতিল হলে আরও একটি সুযোগ বাদ হয়ে যায় জার্মানির।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button