বিশ্বযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীর বাছাইপ্রক্রিয়া আগামী বছরের ১৫ই নভেম্বর

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে আগামী বছরের ১৫ই নভেম্বর ২০২৪ সালের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীর বাছাইপ্রক্রিয়া শুরু হবে। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেই নির্বাচনে প্রার্থী হবেন কি না তা এখনও স্পষ্ট নয়। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক ‘লাল ঝড়’-ই শুধু এড়াতে পারেননি, সিনেটে নিয়ন্ত্রণ ধরেও রাখতে পেরেছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা মাত্র সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতিতে জেরবার ও বাইডেনের গ্রহণযোগ্যতা তলানিতে থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটকে এই নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছে। কয়েক দশকের মধ্যে এবারই ক্ষমতাসীন দল মধ্যবর্তী নির্বাচনে ভালো ফলাফল দেখাতে পেরেছে। এতে করে রক্ষণশীলদের মধ্যে ট্রাম্পের সমালোচনা বড় পরিসরে ছড়িয়ে পড়েছে।