চীনযুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবন থেকে চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেয়া হয়েছে

যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবন থেকে চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেয়া হয়েছে। চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মনে করছে দেশটির সরকার। যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন পার্লামেন্টে একটি প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, যুক্তরাজ্যের সামনে নিরাপত্তাজনিত কী বিপদ আছে সেটা প্রথমে খতিয়ে দেখা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।