
ইউক্রেনে গেল সপ্তাহে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এখনও ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিইভসহ অধিকাংশ অঞ্চলেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে থাকা পরিবারের সংখ্যা কিছুটা কমলেও শীতের এ সময়টিতে লাখ লাখ পরিবার বিদ্যুৎ, পানি ও উত্তাপ ছাড়া দিন কাটাচ্ছে।” জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার হামলায় রাজধানী কিইভ ও এর আশপাশের অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলো হচ্ছে দক্ষিণের ওদেসা, পশ্চিমের লভিভ এবং মধ্যাঞ্চলের ভিনিৎসিয়া ও নিপ্রোপেত্রোভস্ক। এদিকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা জানিয়েছে, গেল সপ্তাহে রাশিয়ার হামলার সময় ইউক্রেইনের যে তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল সেগুলোকে গ্রিডের সঙ্গে পুনঃসংযুক্ত করা হয়েছে।