সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে মাটিচাপা দেওয়া অবস্থায় মিলল ১০ লাশ

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় সাত নারী ও তিন শিশুর লাশ পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর চালচুআপায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে একটি মামলার তদন্ত চালাতে গিয়ে এই লাশগুলো উদ্ধার হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, ৫১ বছর বয়সী হুগো ওসোরিও চাভেজ ওসোরিও নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যৌন অপরাধ ও ১৩টি খুনের মামলার তদন্ত চলছে।একজন নারী ও তাঁর মেয়েকে হত্যার অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন হুগো। এপির খবরে বলা হয় এ হত্যার কথা তিনি স্বীকার করেছেন। এক প্রতিবেশী ওই নারীর সাহায্য চেয়ে আকুতি শুনতে পেয়ে পুলিশকে খবর দেন।পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে গিয়ে ৫৭ বছরের ওই নারী ও তাঁর ২৬ বছরের মেয়েকে রক্তের ওপর পড়ে থাকতে দেখেন। মা-মেয়ের অবস্থা দেখে প্রাথমিকভাবে তাঁদের যৌন নির্যাতন করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ হয়। তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির নামে বিভিন্ন স্থানে থাকা সম্পদ তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতদের মধ্যে ৭ বছরের এক মেয়ে শিশু এবং ২ ও ৯ বছরের দুই ছেলে শিশু রয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ির জায়গা থেকে আরও সাতটি কবরে পাওয়া লাশের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকার অন্তত ২৫ জন নিখোঁজ আছেন।