মহাকাশে নতুন ছায়াপথের সন্ধান দিয়েছে হাবল টেলিস্কোপ

মহাকাশে সর্পিল এক ছায়াপথের সন্ধান দিয়েছে হাবল টেলিস্কোপ। যদিও মহাকাশে একের পর এক আবিষ্কার করে নতুন চমক দিয়ে যাচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। তবে এর পূর্বসূরি হাবল টেলিস্কোপটি এখনো বিজ্ঞানীদের চমক দিচ্ছে। সম্প্রতি এনজিসি ৬৯৫৬ নামের একটি সর্পিল ছায়াপথের সন্ধান দিয়েছে হাবল টেলিস্কোপ। পৃথিবী থেকে ২১ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরের এই ছায়াপথের অবস্থান। বিজ্ঞানীরা বলছেন, এনজিসি ৬৯৫৬ ছায়াপথ শুধু দেখতে সুন্দর নয়, এটি মহাবিশ্বের সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ সম্পর্কে ধারণা দিতে পারে। নাসার তথ্য অনুযায়ী, সর্পিল এই ছায়াপথে সেপহেইড নামের পরিবর্তনশীল নক্ষত্র দেখা গেছে। এসব নক্ষত্রের উজ্জ্বলতা চক্র দেখা যায়। এগুলো নিয়মিত বিরতিতে উজ্জ্বল এবং ম্লান হয়ে যায়। এই আলোক চক্রের হিসাব বের করেই পৃথিবী থেকে এ ছায়াপথের দূরত্ব বের করেছেন বিজ্ঞানীরা। এর বাইরে এই ছায়াপথের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এর দৃশ্যমান সুপারনোভা বা নক্ষত্রের বিস্ফোরণ।