
অন্টারিওর ফর্মেসিগুলোকে প্রেসক্রাইব করার ক্ষমতা দেয়ায় উচ্ছাস প্রকাশ করেছে কানাডীয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন। সংগঠনটি জানায়, করোনাকালে চিকিৎসক সঙ্কটের সময় নিরালসভাব কাজ করেছে ফার্মেসিগুলো। এছাড়া করোনাভাইরাস, ইফ্লুয়েঞ্জা এবং আরএসভি’র মতো ত্রিমুখি সঙ্কট সমাধানে ভূমিকা রেখে চলেছে ফার্মেসি। স্বাস্থ্য খাতে সঙ্কটের মধ্যে ফার্মেসিগুলোকেই উত্তরণের পথ হিসেবে দেখছে বেশ কয়েকটি প্রাদেশের সরকার।