তিতের বিদায়ের পর ব্রাজিলের কোচের পদটা খালি পড়ে আছে। নেইমার-ভিনিসিউসদের পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে বেশ কিছু নাম। এরই মধ্যে ব্রাজিলের সাবেক ফুটবলার কার্লোস আলবার্তো বোমা ফাটালেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলের পরবর্তী কোচ হতে পারেন এএস রোমার, পর্তুগিজ কোচ হোসে মরিনহো, পেপ গার্দিওলা, জিনেদিন জিদানসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচের নাম বাতাসে গুঞ্জন হয়ে উড়ছে।
সম্পর্কিত নিউজ
আরো দেখুন
Close - যুক্তরাজ্যের নতুন নিয়ম আগামী মাসের দুই তারিখ থেকেJuly 29, 2021