
চার্লটন অ্যাথলেটিককে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড।ওল্ডট্রাফোর্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেডের অ্যাসিস্টে ২১ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে স্কোর শিটে নাম তোলেন ম্যানইউর ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তনি। ৯০ মিনিটে দ্বিতীয় গোল পায় রেড ডেভিলরা। বদলি হিসেবে নেমে স্কোর শিটে নাম তোলেন রাশফোর্ড।