
অনুপম শৈলীর স্থাপত্য বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল ও বাংলার পিরামিডে ঘুরে আসতে পারেন। ছায়া ডাকা পাখি ডাকা নিরিবিলি পরিবেশে পেরাবো গ্রামে এর অবস্থান। ঐতিহ্যকে ধরে রাখতে এ তাজমহল ও পিরামিড নির্মাণ করেছেন শিল্পপতি ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আহ্সানউল্লাহ মনি।
রিজার্ভ সিএনজিতে চড়ে তাজমহল ও পিরামিডে যেতে হবে। এছাড়া আপনি বাসে মোগড়াপাড়া গিয়ে লোকাল বাসে চড়ে মদনপুর বাসস্ট্যান্ড নেমে টেম্পো, অটোরিকশা বা সিএনজি বেবিট্যাক্সিতে চড়েও উত্তরে এশিয়ান হাইওয়ের রাস্তা বস্তল এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার সরু রাস্তা দিয়ে তাজমহল ও পিরামিডে আসতে পারবেন।
তাজমহল ও পিরামিড দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত পর্যটক ছুটে আসছেন পেরাবো গ্রামে।
ইতোমধ্যে ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে নির্মিত বাংলার তাজমহলটি লাখ লাখ দেশি-বিদেশি পর্যটকের মন কেড়েছে। বাংলার তাজমহল ও পিরামিড এখন পরিপূর্ণভাবে সাজ সাজ রবে সজ্জিত হয়েছে। তাজমহল ও পিরামিডের ভিতরে বসার স্থান করে দেওয়া হয়েছে।
বাংলার তাজমহল প্রতিষ্ঠাতা মনে করেন, বাংলাদেশে ১৫ কোটি মানুষের বিপরীতে পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের খুবই অভাব। বাংলার তাজমহল সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে পেরেছে।