ইউরোপতথ্য প্রযুক্তিবিশ্বযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলো অসংখ্য কর্মী ছাঁটাই করেছে

করোনা মহামারির পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। ভয়াবহ এ সংকট থেকে বাদ যাচ্ছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে টেক জায়ান্টগুলোয় চলছে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতা। সম্প্রতি টুইটার, ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের মতো মার্কিন টেক জায়ান্ট কোম্পানিগুলো তাদের অসংখ্য কর্মী ছাঁটাই করেছে। চাকরিচ্যুত এসব কর্মীর মধ্যে রয়েছেন হাজার হাজার ভারতীয় নাগরিক। এখন তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আরেকটি চাকরির ব্যবস্থা করে কোনোরকমে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। ওয়াশিংটন পোস্ট বলছে, গেল বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ আইটি কর্মী ছাঁটাই করা হয়েছে, গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান রেকর্ড ছাঁটাই করেছে।