
কানাডার কেন্দ্রীয় ব্যাংক টানা অস্টমবারের মতো নীতি সুদের হার বাড়াতে যাচ্ছে। এতে হাজারো কানাডীয় নাগরিক চাকরি হারানো ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, বাজার আগের সাত বার সুদের হার বাড়ানোর ধাক্কা এখনও সামলে ওঠতে পারেনি। এছাড়া সুদের হার বাড়ালে অর্থনৈতিক মন্দার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।