আফ্রিকা

নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত উড়োজাহাজ দুর্ঘটনায়

উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, সেনাবাহিনী বলেছে, খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল। এতে ক্রুসহ আরও ১০ জন নিহত হয়েছেন।

জেনারেল আত্তাহিরুর বয়স ৫৪ বছর। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি। দেশটিতে জঙ্গি মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে আত্তাহিরুকে সেনাপ্রধান করা হয়।

নাইজেরিয়ার বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘সেনাবাহিনী যখন নাইজেরিয়ার নিরাপত্তাঝুঁকি নিরসনের পথে, তখন এ ঘটনা আমাদের ওপর “মারাত্মক আঘাত”।’

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button