
অন্টারিওর গণপরিবহনে চলাচলের সময় গেল বছরের তুলনায় বেশি অনিরাপদ বোধ করছেন ৭১ শতাংশ অন্টারিয়ান। ন্যানোস সার্ভের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সিটিভি। এতে বলা হয়, অন্যান্য প্রদেশ এবং অঞ্চলের তুলনায় অন্টারিয়ানরা নিজেদের বেশি অনিরাপদ মনে করেন। এদিকে যাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত ৮০ জন কর্মী নিয়োগ দিয়েছে টিটিসি। । ন্যানোস সার্ভের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সিটিভি। এতে বলা হয়, অন্যান্য প্রদেশ এবং অঞ্চলের তুলনায় অন্টারিয়ানরা নিজেদের বেশি অনিরাপদ মনে করেন। এদিকে যাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত ৮০ জন কর্মী নিয়োগ দিয়েছে টিটিসি।