সাবেক স্পিকার পল রায়ানের ওপর খেপেছেন ট্রাম্প

নিজেকে আমেরিকার রিপাবলিকান দলের একচ্ছত্র অধিপতি বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে ইঙ্গিত করে দলের কেউ কিছু বলেও রক্ষা পাচ্ছেন না আজকাল। তাঁর রোষানল থেকে রিপাবলিকান দলের শীর্ষ নেতারাও বাদ পড়ছেন না। এবারে তিনি সাবেক স্পিকার পল রায়ানের বিরুদ্ধে খেপেছেন। ট্রাম্প বলেছেন, পল রায়ানের মতো ব্যক্তি দলের জন্য অভিশাপ।
২০১৫ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পল রায়ান প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১২ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করে হেরেছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিনিধি পরিষদ ত্যাগ করেছিলেন পল রায়ান। ট্রাম্পের সঙ্গে তাঁর বিরোধ কখনো প্রকাশ্য করেননি। রক্ষণশীল রাজনীতিতে সজ্জন মানুষ হিসেবে সুনাম রয়েছে পল রায়ানের।২৭ মে ক্যালিফোর্নিয়ায় রোনাল্ড রিগ্যান লাইব্রেরিতে পল রায়ান বক্তব্য দিয়েছেন। আর ওই বক্তব্য নিয়েই বিপত্তি দেখা দিয়েছে। বক্তৃতায় পল রায়ান রিপাবলিকান দলকে ডোনাল্ড ট্রাম্পের বিভক্তির রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের তল্পিবাহক হয়ে ওঠা দলের নেতাদের সমালোচনা করেছেন তিনি।
২৪ ঘণ্টার মধ্যে ফ্লোরিডার মার এ লাগোতে অবস্থান করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পল রায়ানের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। ‘সেভ আমেরিকা’ নামের নিজস্ব একটি সংগঠনের মাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেছেন, এক যুগ আগে রিপাবলিকান দলের হোয়াইট হাউস হাতছাড়া হওয়ার জন্য পল রায়ান ও মিট রমনির মতো লোকজন দায়ী।
এঁরা শুধু নামেই রিপাবলিকান উল্লেখ করে ট্রাম্প বলেছেন, পল রায়ান দলের জন্য অভিশাপ। দেশের জন্য কী করতে হবে—এ নিয়ে পল রায়ানের কোনো ধারণাই নেই। ডেমোক্রেটিক দল যে রিপাবলিকান দলের বিরোধিতা করতে গিয়ে দেশকে ধ্বংস করতে চায়, এ নিয়েও ‘নামে রিপাবলিকান’ দল করা এসব লোকজন বিকারহীন বলে ট্রাম্প তাঁর বিবৃতিতে উল্লেখ করেছেন।রিগ্যান লাইব্রেরিতে দেওয়া বক্তৃতায় পল রায়ান অবশ্য ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই কথা বলেছেন। বলেছেন, দ্বিতীয় শ্রেণির কোনো ব্যক্তির জনপ্রিয়তার ওপর ভর করে রিপাবলিকান দল এগিয়ে যেতে পারবে না।ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন, রিপাবলিকান দলের যারা এখন ‘ইয়েস ম্যান’ সেজে মার এ লাগোতে ঘোরাঘুরি করছেন, তাঁদের কারণেই ভোটারদের দলের পক্ষে নিয়ে আসা যাবে না।গত নির্বাচনে ইলেকটোরাল কলেজে প্রেসিডেন্ট জো বাইডেন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর অবশ্য ট্রাম্পের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক স্পিকার পল রায়ান। পল রায়ান ইলেকটোরাল কলেজের ফল অবজ্ঞা করাকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন।একজন ব্যক্তির বলয়ে একটি রাজনৈতিক দলের অবস্থান ভাবনায় ফেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। রক্ষণশীল চিন্তাবিদরাও মনে করছেন, ট্রাম্পের মধ্য দিয়ে যে বিভেদের রাজনীতি উসকে উঠেছে তার দীর্ঘস্থায়ী খেসারত দিতে হতে পারে রিপাবলিকান দলকে।
ডোনাল্ড ট্রাম্পও তাঁর বিরোধীদের প্রতি শক্ত অবস্থান নিয়েছেন। বিবৃতিতে বলেছেন, পল রায়ান দলের কোনো নেতার পাশে থাকার পরিণাম হবে নিশ্চিত পরাজয়। এ পরাজয় দলের জন্য এবং দেশের জন্যও প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেছেন।