
হো চি মিন সিটিতে করোনার নতুন ধরন নিয়ে শঙ্কায় ভিয়েতনাম সরকার। তাই করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে শহরের সবার পরীক্ষা করা হবে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনা পরীক্ষার পাশাপাশি নতুন করে সামাজিক দূরত্বের বিধিও হো চি মিন সিটিতে প্রবর্তন করা হচ্ছে।
কর্তৃপক্ষ আশা করছে, হো চি মিন সিটির সব মানুষের পরীক্ষা ও সামাজিক দূরত্বের বিধি বলবৎ করার মাধ্যমে তারা করোনার নতুন ধরন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
হো চি মিন সিটির একটি খ্রিষ্টান মিশন ঘিরে করোনার নতুন ক্লাস্টার চিহ্নিত হওয়ার জেরে ভিয়েতনামের কর্তৃপক্ষ এই পদক্ষেপগুলো নিতে তৎপর হয়েছে।করোনা নিয়ন্ত্রণে ভিয়েতনাম তুলনামূলকভাবে সফলতা দেখিয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছে।
গত সপ্তাহান্তের ভিয়েতনাম জানায়, তারা করোনার একটি ‘হাইব্রিড’ ধরন শনাক্ত করেছে। করোনার এই ধরন ‘খুবই বিপজ্জনক’।ভিয়েতনামের কর্মকর্তাদের ভাষ্য, তাঁদের দেশে শনাক্ত করোনার নতুন ধরনটি ভারত ও যুক্তরাজ্যের ধরনের মিশ্রণ। এই ধরন বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে।
সবশেষ হো চি মিন সিটির একটি খ্রিষ্টান মিশনকে কেন্দ্র করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
হো চি মিন সিটি ভিয়েতনামের সবচেয়ে বড় ও জনবহুল শহর। দেশটির কর্মকর্তারা বলছেন, ১৩ মিলিয়ন জনসংখ্যা–অধ্যুষিত হো চি মিন সিটির সবার করোনা পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। এই লক্ষ্যে তাঁরা দৈনিক ১ লাখ মানুষের করোনা পরীক্ষা করতে চান।
করোনা পরীক্ষার পাশাপাশি দেশটির কর্মকর্তারা হো চি মিন সিটিতে নতুন সামাজিক দূরত্বের বিধি ঘোষণা করেছেন। ৩১ মে থেকে ১৫ দিন পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।