
শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে জ্বালানি তেলসহ রাসায়নিক পণ্য বহনকারী একটি জাহাজ ডুবতে বসেছে। দেশটির সরকার ও নৌবাহিনী এ ঘটনাকে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় বলে উল্লেখ করেছে।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মে ভারতের গুজরাটের একটি বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে ছেড়ে আসে সিঙ্গাপুরে নিবন্ধিত এমভি এক্স-প্রেস পার্ল নামের একটি পণ্যবাহী জাহাজ। ওই সময় জাহাজটিতে ১ হাজার ৪৮৬টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে ২৫ টন নাইট্রিক অ্যাসিড ছাড়াও নানা ধরনের রাসায়নিক সামগ্রী ও কসমেটিকস রয়েছে।