অন্যান্যএশিয়াবিশ্ব

শ্রীলঙ্কা পশ্চিম উপকূলে জ্বালানি তেলসহ ডুবছে জাহাজ

শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে জ্বালানি তেলসহ রাসায়নিক পণ্য বহনকারী একটি জাহাজ ডুবতে বসেছে। দেশটির সরকার ও নৌবাহিনী এ ঘটনাকে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় বলে উল্লেখ করেছে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মে ভারতের গুজরাটের একটি বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে ছেড়ে আসে সিঙ্গাপুরে নিবন্ধিত এমভি এক্স-প্রেস পার্ল নামের একটি পণ্যবাহী জাহাজ। ওই সময় জাহাজটিতে ১ হাজার ৪৮৬টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে ২৫ টন নাইট্রিক অ্যাসিড ছাড়াও নানা ধরনের রাসায়নিক সামগ্রী ও কসমেটিকস রয়েছে।

নেদারল্যান্ডসের উদ্ধারকারী সংস্থা এসএমআইটি জাহাজটির পুড়ে যাওয়া সামগ্রী সরানোর চেষ্টা করছে। তবে ৩১ হাজার ৬০০ টন ওজনের নৌযানটি ডুবতে শুরু করায় সে প্রচেষ্টা স্থগিত করা হয়েছে। জাহাজটিতে এখনো প্রায় ৩০০ টন জ্বালানি তেল অবশিষ্ট রয়েছে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button