
২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের প্রথম লেগে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ দল। দোহায় দ্বিতীয় লেগের ম্যাচে আজ প্রত্যাশা ছিল জয়ের।কিন্তু জয় দূরের কথা, ড্র–ও করতে পারেনি বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা শেষ পর্যন্ত হেরেছেন ২-০ গোলে। মূলত ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর কাছে হেরেছে বাংলাদেশ দল।
প্রথমার্ধের ১৫ মিনিট কিছুটা গোছালো ফুটবল খেললেও এরপর আর ভালো ফুটবল উপহার দিতে পারেনি বাংলাদেশ। ম্যাচে কখনোই জেতার মতো খেলতে পারেনি তারাম্যাচ শেষে জেমি ডে বলেন, ‘ভারত এমনভাবে খেলেছে যে তাদের রক্ষণভাগ ভাঙা অনেক কঠিন কাজ ছিল। এ ছাড়া আমরা যে হাফ-চান্সগুলো পেয়েছি, সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি। আমরা বল পেয়েছি এবং দ্রুত হারিয়ে ফেলেছি।’
আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র আর আজ ভারতের বিপক্ষে হার—দুটি ম্যাচেই বলের দখলে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ।এসব ম্যাচে বাংলাদেশকে ভুগতে হয়েছে কি না? উত্তরে জেমি ডে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ভুগেছে। আপনারা যদি দেখেন, আফগানিস্তান ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছে। প্রস্তুতিতে ঘাটতি ছিল কিছু, আগামী দিনে আরও ভালো প্রস্তুতি নিয়ে ফিরে আসতে হবে। আমার মতে, খেলোয়াড়েরা ভালোই খেলেছে।’
১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে মাসকাটে স্বাগতিক ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার।